স্বতন্ত্র এআই অ্যাপ চালু করার পরিকল্পনা করছে মেটা

মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, চলতি বছরের মাঝামাঝিতে মেটা এআই অ্যাপটি চালু করার পরিকল্পনা করছে।

স্বতন্ত্র এআই অ্যাপ চালু করার পরিকল্পনা করছে মেটা
স্বতন্ত্র এআই অ্যাপ চালু করার পরিকল্পনা করছে মেটা | ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি মেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ তাদের স্বতন্ত্র প্ল্যাটফর্মে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এআইকে শক্তিশালী করার ক্ষেত্রে অ্যামাজন, ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে মেটা প্রতিযোগিতা করছে এবং ২০২৩ সালে নিজস্ব এআই চ্যাটবট চালু করার পর থেকে ক্রমবর্ধমানভাবে এ প্রযুক্তিটিকে তারা তাদের প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে।

সিএনবিসি একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, চলতি বছরের মাঝামাঝিতে মেটা এআই অ্যাপটি চালু করার পরিকল্পনা করছে।

এদিকে চ্যাটজিপিটি-নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘ঠিক আছে। হয়তো আমরা এবার একটা সোশ্যাল অ্যাপ বানাবো।’

প্রতিবেদন অনুসারে, মেটা তার এআই প্ল্যাটফর্মের জন্য পেইড সাবস্ক্রিপশনের পরিকল্পনা করছে, যা ওপেনএআইয়ের ব্যবহার করা আয় উৎপাদনকারী কৌশল।

মেটা সম্প্রতি ২০২৪ সালের জন্য ক্রমবর্ধমান মুনাফা ও রাজস্বের কথা জানিয়েছে। এছাড়াও আগামী বছরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র : এনডিটিভি