দাঁতে আটকে থাকা খাবার গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে?

নয়া দিগন্ত অনলাইন

সাহরিতে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছি, এদিকে দাঁতে আটকে থাকা গোশতের অংশ বের করার আগেই সাহরির সময় শেষ হয়ে গেল। এ অবস্থায় আমাদের করণীয় কী?

রমজানের-ইফতার

রোজা অবস্থায় দাঁতে আটকে থাকা খাবার গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? অনেক সময়ই আমাদের সাথে এমন হয়। রোজা অবস্থায় বুঝতে পারি দাঁতে খাবার আটকে আছে। কিংবা এমনও হতে পারে সাহরিতে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছি, এদিকে দাঁতে আটকে থাকা গোশতের অংশ বের করার আগেই সাহরির সময় শেষ হয়ে গেল। এ অবস্থায় আমাদের করণীয় কী? এমন মুহূর্তে শরীয়তের বিধানই বা কী?

আসুন জেনে নেই রোজা অবস্থায় দাঁতে আটকে থাকা খাবার গিলে ফেললে রোজ ভাঙবে কিনা।

রোজা অবস্থায় দাঁতে আটকে থাকা খাবারের অংশ যদি কেউ বের করে আবার খেয়ে ফেলে কিংবা মুখ থেকে বের না করেও খেয়ে ফেলে এবং ওই খাবারের পরিমান যদি ছোলা বুটের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে।

সূত্র : দারুল উলূম দেওবন্দ, ফাতওয়া নম্বর ৬০৪৫৮৬