রমজানের মাসআলা

যেসব কারণে রোজা না রাখলে গুনাহ হবে না

ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। মানুষের পক্ষে সম্ভব নয়, বা মানুষ পারবে না এমন কোনো বিধান আল্লাহ আমাদের ওপরে চাপিয়ে দেননি।

নয়া দিগন্ত অনলাইন
রমজান
সংগৃহীত

বরকতময় রমজান মাসে আল্লাহ তায়ালা মানুষের ওপরে রোজা রাখাকে ফরজ করেছেন। রোজা না রাখলে কবিরা গুনাহ হবে। শুধু তাই নয়, সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করলে এক রোজার পরিবর্তে ৬০টি রোজা রাখতে হবে। ৬০ রোজা রাখতে অক্ষম হলে ৬০ জন মিসকিনকে দু’বেলা খাওয়াতে হবে। অথবা ৬০ জন মিসকিনকে সদকায়ে ফিতর পরিমাণ গম, আটা, চাল ইত্যাদি অথবা সমপরিমাণ নগদ টাকা দেবে।

আমরা সবাই জানি, ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। মানুষের পক্ষে সম্ভব নয়, বা মানুষ পারবে না এমন কোনো বিধান আল্লাহ আমাদের ওপরে চাপিয়ে দেননি। রমজানের রোজা রাখার বিধান এত কঠিন মনে হলেও এমন কিছু কারণ আছে যেগুলো পাওয়া গেলে রোজা না রাখার অবকাশ আছে।

যেসব কারণে রোজা না রাখা জায়েজ

১. মারাত্মক অসুস্থতা

২. শরয়ী সম্মত দূরত্বের ভ্রমণ (৭৮ কিলোমিটার)

৩. গর্ভবতী ও স্তন্যদায়ী মা (যদি রোজা রাখাতে মা বা শিশুর জন্য ক্ষতিকর হয়)

৪. অত্যন্ত দুর্বল ব্যক্তি

৫. ভীষণ ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাওয়া ব্যক্তি

৬. যুদ্ধরত মুজাহিদ (যদি রোজা রাখলে যুদ্ধের শক্তি কমে যায়)

৭. অজ্ঞান বা পাগল ব্যক্তি

উল্লেখ্য, যারা রোজা রাখতে শারীরিকভাবে অপারগ, তারা প্রতিটি রোজার পরিবর্তে ফিদিয়া (এক ফিতরা পরিমাণ ) প্রদান করবে। (আলমগীরী ১/২০২, ২০৮

বিষয়সমূহ