রমজানের মাসআলা
রোজা অবস্থায় সন্তানকে দুগ্ধ পান করানো যাবে কি?
পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোজা। সুতরাং রোজা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোজা ভেঙে যাবে।

কোনো নারী যদি তার নবজাতক সন্তানকে রোজা রেখে দুধ পান করায় তাহলে কি তার রোজায় কোনো সমস্যা হবে?
আসুন জেনে নেই এ ক্ষেত্রে ইসলামী শরীয়াহ কী বিধান দিয়েছে।
কোনো নারী যদি রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করান তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না। কেননা, শরীর থেকে কোনো কিছু বের হলে রোজা ভেঙে যায় না। কারণ, পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করার নাম হচ্ছে রোজা। সুতরাং রোজা অবস্থায় স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পেটে অথবা মস্তিষ্কে প্রবেশ করলেই কেবল রোজা ভেঙে যাবে। অন্যথায় ভাঙবে না।
সূত্র : ফাতাওয়া শামী ৩ : ৩৭১, ফাতাওয়া দারুল উলূম ৬ : ৪০৮, ৪১০ ও ৪১৩