রমজানের মাসআলা

চোখে ড্রপ দিলে কি রোজা ভেঙে যায়?

রোজা অবস্থায় চোখে ড্রপ দেয়ার প্রয়োজন পড়ে। অনেকেই বলে থাকেন, চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হয়ে যায়। আসলে এর সত্যতা কতটুকু।

নয়া দিগন্ত অনলাইন
চোখে-ড্রপ
সংগৃহীত

রোজা অবস্থায় চোখে ড্রপ দেয়ার প্রয়োজন পড়ে। অনেকেই বলে থাকেন, চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হয়ে যায়। আসলে এর সত্যতা কতটুকু।

আসুন জেনে নেই, ইসলামী শরীয়াহ এক্ষেতে কী সমাধান দিয়েছে।

চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যায় না। কারণ কোরআন ও হাদীসের বর্ণনায় রোজা ভেঙে যাওয়ার যেসব কারণ উল্লেখ আছে, চোখে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে এমন কোনো কারণ উল্লেখ নেই। তাই ফকীহ আলেমদের মত হলো চোখে ওষুধ বা ড্রপ দিলে রোজ নষ্ট বা ভেঙে যাবে না।

সূত্র : ফাতওয়ায়ে হিন্দিয়্যাহ-১/১৯৯

বিষয়সমূহ