ঢাবি সাদা দলের মানববন্ধন
ধর্ষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিন : অধ্যাপক মোর্শেদ হাসান
Printed Edition

ঢাবি প্রতিনিধি
চলমান ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনাগুলোতে সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়তপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।
গতকাল মঙ্গলবার ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ধর্ষণবিরোধী ও ধর্ষকদের শাস্তির দাবিতে সাদা দল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একটা জরিপে দেখা গেছে, এ দেশের ৭০ শতাংশ নারী নিরাপত্তাহীনতায় বসবাস করে। মাত্র ৩০ শতাংশ নারী নিরাপদে রয়েছে। অথচ বাংলাদেশে আমরা নারীদের সুরক্ষা দিতে পারছি না। তাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে আপনাদের সাত দিন সময় দিচ্ছি। এ সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নেন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবো। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। ঢাবি সাদা দলের আহ্বায়ক বলেন, গত ৫ আগস্টের পর সরকারের প্রতি এত দ্রুত সময়ে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হবে আমরা চিন্তা করি নাই। তারপরও আমাদের দাঁড়াতে বাধ্য করা হয়েছে। মৃত্যুশয্যায় পতিত মেয়েটির মেডিক্যাল রিপোর্টটা যদি ব্যাখ্যা করি কত নির্মমভাবে তারা রিপোর্টটি তৈরি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের মা-বোন ও শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমার মনে হচ্ছে এটা একটা প্ল্যান। আমাদের কন্সপাইরেসিতে ফেলার জন্য এ কাজ করা হচ্ছে।
মানববন্ধনে কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দিন-দুপুরে চুরি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি অপরাধ সংঘটিত হচ্ছে। ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকার এ জায়গায় কিছুই করতে পারছে না।
অধ্যাপক ছিদ্দিকুর রহমান আরো বলেন, সম্প্রতি মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার সাথে যে নৃশংসতা ঘটেছে, তা সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত এমন বহু ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়ে কলা অনুষদের ডিন আরো বলেন, সরকার আইনশৃঙ্খলা নিশ্চিত করতে না পারলে, আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজন হলে প্রতিবাদের ভাষা আরো জোরালো করব।
সাদা দলের শিক্ষকদের এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক মহিউদ্দিন প্রমুখ।