বনানীতে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত
শ্রমিকদের অবরোধে সড়কে জনদুর্ভোগ
Printed Edition

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী এলাকায় এক পোশাক শ্রমিক নিহত হওয়াকে কেন্দ্র করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-মহয়মসনসিংহ মহাড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বনানী চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত এবং অপর একজন আহত হন। এর জেরে পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ ৭ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে বনানী, মহাখালী, গুলশানসহ রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামে নারী পোশাক শ্রমিক নিহত হন। আহত হন আরেক পোশাক শ্রমিক সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সকাল ৭টা থেকে রাস্তা অবরোধ করে রাখেন গার্মেন্টস শ্রমিকরা। দুপুর ২টায় তারা সড়ক ছাড়েন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ওই গাড়ির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতর ঘটনায় পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বনানী-মহাখালী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বনানী এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। দুপুর ২টায় তাদের বুঝিয়ে বললে তারা সড়ক ছেড়ে দেন। এর পরে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল দুর্ঘটনায় পোশাক শ্রমিকের নিহতের সংবাদে সড়ক অবরোধ করা শুরু করেন শ্রমিকরা। সকাল ৭টা থেকে শ্রমিকরা আসতে শুরু করলে পুরাপুরি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৭ ঘণ্টা সড়ক অবোরধের পর দুপুর ২টায় সড়ক ছাড়ানে শ্রমিকরা। সকাল সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কিছুটা কমে আসে। তবে এরপর আবার বনানীর চেয়ারম্যানবাড়িতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
এবিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করায় আমাদের প্রায় সাড়ে ৫ ঘণ্টা এই সড়ক বন্ধ ছিল। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বেসরকারি চাকরিজীবী গোলাম ওয়াদুদ বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে কারওয়ান বাজারে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে বনানীতে যানজটে আটকা পড়েন। বাস না চলায় নেমে একঘণ্টার বেশি সময় হেঁটে কর্মস্থলে পৌঁছেছেন। শুধু গোলাম ওয়াদুদই নয়, গতকাল বনানীতে সড়ক অবরোধ হওয়ায় এমন ভোগান্তির শিকার হন হাজার হাজার মানুষ।
ডিএমপির ট্রাফিক বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনকে (এসি) আরিফুল ইসলাম রনি বলেন, সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাক শ্রমিক নিহত হওয়াকে কেন্দ্র করে প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। এ অবস্থায় বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান-২ গুলশান ১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং ভাইস ভার্সা হয়ে আউটগোয়িং-এ চলাচল করার ব্যবস্থা করা হয়। দুপুর ২টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ওই গাড়ির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ। গতকাল বিকালে বিআরটিএ ঢাকা মেট্রো ২-এর উপপরিচালক মো: সানাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই গাড়ি দুর্ঘটনায় ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ছয়টার দিকে এক নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো ২ সার্কেলে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় গাড়ির নিবন্ধন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিআরটিএ ঢাকা মেট্রো ২ উপপরিচালক মো: সানাউল হক বলেন, গাড়ির মালিককে একাধিকবার ফোন দেয়া হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না। আগামী তিন কার্যদিবসের মধ্যে পাওয়া না গেলে সেই মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।