আল কুরআনের বাণী

কুরআন পরিচালিত করে সঠিক ও সুষমের দিকে

Printed Edition

নিশ্চয়ই এই কুরআন হিদায়াত করে (পরিচালিত করে) সেদিকে, যা সঠিক ও সুষম। আর যেসব মুমিন আমলে সালেহ করে তাদের (এ কুরআন) সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, অবশ্যি আমরা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি বেদনাদায়ক আজাব।

-সূরা বনি ইসরাঈল, আয়াত : ৯-১০