শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
Printed Edition

ঝিনাইদহের শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে জমিজমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছেন। তাদের শৈলকূপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গত শনিবার দিবাগত মধ্যরাতের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালাপাড়া গ্রামের সেলিম হোসেন নিমতলা এলাকায় কুমার নদের মধ্যে কিছু খাস জমি সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি একই গ্রামের আমিরুল ইসলাম ওই সম্পত্তির কিছু অংশ নিজের দাবি করে দখল করে নেন এবং চাষাবাদ শুরু করেন। এ দিকে গত শুক্রবার বিকেলে একই গ্রামের চাঁদ আলী ও মোজাম নামে সেলিম হোসেনের দুই সমর্থককে প্রতিপক্ষ আমিরুল ইসলামের সমর্থকরা মারধর করে। এ ঘটনায় শনিবার রাতে সেলিম হোসেন তার সমর্থকদের নিয়ে নিজ বাড়িতে মিটিং করেন।

মিটিং শেষে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আমিরুল ইসলামের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সদস্যরা ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাখানিক চলে এই সংঘর্ষ।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রুপের জাহিদ, মোজাম, চাঁদ আলী, লিয়াকত হোসেন, সাদ্দাম হোসেন ও কাউসারসহ ২৫ জন গুরুতর আহত হন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সাদ্দাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে সেলিম হোসেন জানান আমি দীর্ঘদিন সরকারের কাছ থেকে খাসজমি বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছি। হঠাৎ আমিরুল এসে এই জমি তার বলে দাবি করে। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সংঘর্ষের সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখন লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।