জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে : ডা: শফিক

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
1st-3
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সংগঠনের মহিলা বিভাগের সদস্যরা : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতাবাদ, আবার কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে। মূলত কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ায় দেশে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত দেশকে অপশাসন-দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে; অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের মতো নিয়ামত দান করেছেন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সবাইকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গতকাল মিরপুর ১৩, কাফরুল ৪ নম্বর কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।

জামায়াত কুরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি-দুঃশাসনমুক্ত করার দীর্ঘ পরিসরে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে ডা: শফিকুর রহমান বলেন, রোজা একটি অতিগুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে কুদসিতে বলা হয়েছে- আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর নিজ হাতে এর যথাযথ প্রতিদান দেবো। অন্যত্র বলা হয়েছে, আমি নিজেই রোজাদারের হয়ে যাবো। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রোজা রাখতে আল্লাহ তার আগের সব গোনাহ মাফ করে দেবেন। রমজান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে, রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে; যা মানবজাতির জন্য হেদায়াত ও সত্য মিথ্যার পার্থক্যকারী। মূলত ইসলামই মানবজীবনের সব সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোনোভাবেই সম্ভব নয়; যা এখন দিবালোকের মতো স্পষ্ট। মূলত আল্লাহ তায়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসেবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। তাই জীবনের সব ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জামায়াত আমিরের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সময় এক বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশলবিনিময় করেন এবং বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট ব্রিটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সাথে হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।

ফ্যাসিস্টদের বিচার ছাড়া তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নিবে না- অধ্যাপক মুজিবুর রহমান : ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ছাড়া তাদেরকে যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে জনগণ মেনে নিবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক দায়িত্বের অন্যতম হচ্ছে রাষ্ট্রযন্ত্রের সংস্কার। রাষ্ট্র পরিচালনায় প্রশাসনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আজ্ঞাবহ লোকদের প্রশাসন থেকে সরিয়ে নিরপেক্ষদের নিয়োগ দিতে হবে। সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ফোরাম আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফোরামের সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় ও সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের রাজশাহী মহানগরীর আমির ড. কেরামত আলী। আরো বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও কেন্দ্রীয় বিদেশবিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম প্রমুখ।

আল্লাহর আইন চালু করার দায়িত্ব আমাদের সবার : মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এ দেশের জমিনে আল্লাহর আইন চালু করার দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয়, এ দায়িত্ব দেশের ইসলামপ্রিয় ধর্মপ্রিয় প্রতিটি মুসলমান নর নারীর। আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকতে হবে। দীর্ঘ ২৩ বছর রাসূলে কারিম সা: সমাজের বুকে কুরআনের আইন চালু করার জন্য কাজ করেছেন। আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করতে হবে।

গতকাল উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো: শাহীন আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমির ডা: নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি বাবুল আকতার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো: মানছুর হোসেন, জামায়াতের যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি আল- আমিন হোসেন প্রমুখ।