সিগারেট করকাঠামো সংস্কারে রাজস্ব বাড়বে, প্রজন্ম বাঁচবে

Printed Edition
3rd-1
আগামী বাজেটে তামাক কর ও মূল্য পদক্ষেপ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারী ও অতিথিরা

বিশেষ সংবাদদাতা

বাংলাদেশে আগামী ২০২৫-২৬ অর্থবছরে সিগারেট করকাঠামোয় সংস্কার করলে সরকারের রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি টাকা। দরিদ্র জনগোষ্ঠী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। মরণদ্রব্য তামাক থেকে আগামী প্রজন্ম রক্ষা পাবে বলে সাংবাদিক কর্মশালায় এ কথা বলেছেন বক্তারা। তারা বলেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের ব্যবস্থা রাখা। একই সাথে, তামাক খাতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

রাজধানীর বাংলামোটরে প্লানার্স ভবনের বিআইপি কনফারেন্স রুমে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘তামাক কর ও মূল্য পদক্ষেপ: বাজেট ২০২৫-২৬’ শীর্ষক সাংবাদিক কর্মশালা থেকে এসব বলেন আলোচকরা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত দু’টি কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সিগারেটে চারটি মূল্যস্তর (নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম) থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন এবং মধ্যম স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তা যেকোনো একটি স্তরের সিগারেট বেছে নেয়ার সুযোগ পাচ্ছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। একই সাথে, তামাক খাতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা এবং নিত্যপণ্যের তুলনায় এগুলো আরো সস্তা হয়ে পড়ছে। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, আত্মার কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, মো: হাসান শাহরিয়ার প্রমুখ।