প্রশ্নোত্তর
Printed Edition
প্রশ্ন : ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরিব মিসকিনকে দান করলে আমার কোনো গোনাহ হবে কিনা? মোটামুটি ভালো পরিমাণ টাকা আসে। সাওয়াবের আসা না করে যদি গরিব মানুষের উপকার হয় আমি দিতে চাই। এমনি হয়তো বেশি টাকা পয়সা দান করা হয় না, শুধু মানুষের দান করার নিয়তে ব্যাংকে রেখে সুদের টাকা সাওয়াবের নিয়ত ছাড়া কারো উপকার করলে আমি দোষী হবো কিনা?
উত্তর : জি, আপনি দোষী হবেন। দান করার নিয়তে ব্যাংকে টাকা রেখে সুদ নেয়ার কোনো বৈধতা নেই। যদি টাকার হেফাজতের জন্য সুদভিত্তিক ব্যাংক ছাড়া আর কোনো উপায় না থাকে সে ক্ষেত্রে কেবল সেখানে টাকা রাখা যেতে পারে, তখন যে সুদ আসবে সেগুলো সাওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে। সুদমুক্ত ব্যাংক থাকা অবস্থায় কোনোক্রমেই সুদি ব্যাংকে লেনদেন করা যাবে না। সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখার অর্থ হলো হারাম কাজে তাদের সহযোগিতা করা। এই সহযোগিতা নিষিদ্ধ। নিষিদ্ধ-হারাম কাজের মাধ্যমে দান করার দরকার নেই। আল্লাহ তায়ালা বলেছেন, মন্দকর্ম ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। (সূরা মায়েদা-২)
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট