ধর্ষণের বিচার দাবিতে গণপদযাত্রায় পাল্টাপাল্টি হামলা, ৫ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
3rd-2
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদের পদযাত্রায় পুলিশের বাধা : নয়া দিগন্ত

ধর্ষণকাণ্ডের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি মারধরে রমনা থানার এসিসহ পাঁচ পুলিশ সদস্য ও একাধিক আন্দোলনকারী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।

রমনা ওসি গোলাম ফারুক নয়া দিগন্তকে বলেন, আন্দোলনকারীরা বাসভবনের দিকে ঢুকে যাওয়ায় আমরা বাধা দিই এবং বলি আপনাদের কোনো বক্তব্য থাকলে পাঁচজন প্রতিনিধি পাঠান। এতে তাদের একটা পক্ষ রাজি হলেও আরেকটা পক্ষ ব্যারিকেড ভাঙতে শুরু করে। এ সময় আমাদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হচ্ছিল। আমরা লাঠিচার্জ করিনি।

তিনি বলেন, রমনা থানার এসিকে তারা পিটিয়েছে। তার জামা ছিঁড়ে গেছে। আমাদের কিন্তু হাতে লাঠি ছিল না। আমরা টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড কিছুই ছুড়িনি। এ অবস্থায়ও তাদের নিবৃত্ত করার চেষ্টা করি। এই ঘটনায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কয়েকজন বেশ গুরুতর আহত হয়েছে। তা ছাড়া অনেকই ধাক্কাধাক্কির শিকার হয়। তাদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ৭০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

এর আগে দেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দেশের সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করে বামপন্থী ছাত্রসংগঠনের একাধিক নেতাকর্মী।

পদযাত্রাটি বিকেল আড়াইটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। পরে শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে একাধিক সে্লাগান দেন। নেতাকর্মীরা আধঘণ্টা ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি করেন এবং হামলার বিরুদ্ধে বিভিন্ন সে্লাগান দেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফিরে আসেন।