সিলেটে ইবনে সিনা হাসপাতালের ইফতারে মিলনমেলা

Printed Edition
3rd-2
সিলেটে ইবনেসিনা হাসপাতালের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেটে ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে সমাজের বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এই আয়োজন করা হয়। এতে সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারাসহ নানা শ্রেণিপেশার বিশিষ্টজন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

ইফতার মাহফিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরীসহ সিলেটের বিচার বিভাগ, আইন বিভাগ, পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষক, সিনিয়র আইনজীবী, সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মাওলানা শায়েখ আবদুস সালাম আল-মাদানী, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম সাঈদ নুরুজ্জামান আল-মাদানী এবং শাহপরাণ মসজিদের খতিব ও ইফার মাস্টার ট্রেইনার মো: মামুনুর রশীদ। ইফতার মাহফিলে হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।