সিলেটে ইবনে সিনা হাসপাতালের ইফতারে মিলনমেলা
Printed Edition

সিলেট ব্যুরো
সিলেটে ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে সমাজের বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এই আয়োজন করা হয়। এতে সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারাসহ নানা শ্রেণিপেশার বিশিষ্টজন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।
ইফতার মাহফিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরীসহ সিলেটের বিচার বিভাগ, আইন বিভাগ, পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষক, সিনিয়র আইনজীবী, সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মাওলানা শায়েখ আবদুস সালাম আল-মাদানী, নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব ও ইমাম সাঈদ নুরুজ্জামান আল-মাদানী এবং শাহপরাণ মসজিদের খতিব ও ইফার মাস্টার ট্রেইনার মো: মামুনুর রশীদ। ইফতার মাহফিলে হাসপাতালের পরিচালক, বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।