জানা অজানা
ডাংগারিজ কী
Printed Edition

জানো, কত্ত রঙের আর কত্ত ঢঙের পোশাক যে রয়েছে এই দুনিয়ায়! নিশ্চয়ই তোমরা ডাংগারিজ চেনো? কেউ কেউ হয়তো এটি পরে থাকবে। ডাংগারিজ হচ্ছে আলখাল্লা-জাতীয় বহিরঙ্গের পোশাক। কেন এটি পরতে হয়? মূল পোশাককে ময়লা থেকে রক্ষা করার জন্য।
ডাংগারিজ কী দিয়ে তৈরি করা হয়? সাধারণত মোটা সুতিকাপড় দিয়ে। ডাংগারিজ যে শুধু আলখাল্লাজাতীয় বহিরঙ্গের পোশাক, তা কিন্তু নয়। আলখাল্লা ঢঙের (স্টাইল) বাইরেও এটি তৈরি করা যায়। মূল পোশাককে ময়লা থেকে রক্ষা করার জন্য পরিধেয় পাজামা (ট্রাউজার) বা একত্র সংযুক্ত জামা (শার্ট) ও পাজামাকেও বলে ডাংগারিজ। - লোপাশ্রী আকন্দ