বিভিন্ন স্থানে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Printed Edition
ba-2
সাভারের বড়চক এলাকায় ইটভাটার চিমনি ভেঙে ফেলা হচ্ছে : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

তিন ফসলি জমির মাটি রক্ষা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার দায়ে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক গতকাল বিভিন্ন স্থানে দেশের কয়েকটি এলাকার ইটভাটা গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে তিন ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ও ফসলি জমি রক্ষায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার তিনটি ভেকু ও ৪টি টায়ার পুড়িয়ে দেন তারা। দুপুরে সাভারে ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলার কলারোয়ায় কয়লার পরিবর্তে টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পরিবেশ দূষণকারী একটি ইটভাটায় টাস্কফোর্সের অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার সোনাবাড়িায়া এলাকায় এসবি ব্রিকস নামের একটি ইটভাটায় এই অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের টায়ারের গুঁড়া জব্দ করা হয়।

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাবেক এমপি ও রানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন হেলালের অবৈধ ইটভাটাসহ দু’টি ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ওই দুই ইটভাটা মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলার সুয়াপুর ইউনিয়ন এলাকায় অবৈধ একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার বয়লার ও চিমনিসহ সব স্থাপনা ভেঙে ভাটা বন্ধ করে দিয়েছে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। গতকাল মঙ্গলবার দুপুরে অবৈধ মেসার্স এসআরএম ব্রিকসের জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় ইটভাটাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়।