হাদিসের কথা

আল্লাহর সন্তুষ্টি জন্য বিনয়-নম্রতা প্রকাশ

Printed Edition

আবু হুরাইরাহ রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সা: বলেছেন, সাদাকাহ কোনো মাল কমিয়ে দেয় না। মানুষকে মা করার বিনিময়ে আল্লাহ্ মাকারীর ইজ্জত বৃদ্ধি করে দেন। যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয়-নম্রতা প্রকাশ করে আল্লাহ তাকে উঁচু করে থাকেন।

-মুসলিম : ২৫৮৮, তিরমিজি : ২০২৯, আহমাদ : ৭১৬৫, মালেক : ১৮৮৫, দারেমি : ১৬৭৬