উপসম্পাদকীয়
বাংলাদেশের সশস্ত্রবাহিনী তার অতীতের শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ মূল্যবান দীক্ষা গ্রহণ করে, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারে। উন্নত, শক্তিশালী ও টেকসই সশস্ত্রবাহিনী গঠনে প্রতিরক্ষানীতির সঠিক বাস্তবায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তির উন্নয়ন এবং আন্তঃদেশীয় সহযোগিতা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এটি শুধু দেশের নিরাপত্তা নয়; বরং জাতির সার্বভৌমত্ব এবং উন্নতির জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
আত্মশুদ্ধি ও আত্মোপলব্ধির সোপান সিয়াম
আল্লাহর নিয়ামত স্থায়িত্বের যে নিয়ম বা মূলনীতি তা হলো কোনো ব্যক্তি বা জাতিকে যে নিয়ামত দান করা হয়, ততক্ষণ পর্যন্ত তা ফিরিয়ে নেয়া হয় না, যে পর্যন্ত না নিজের বা নিজেদের অবস্থা ও কার্যকলাপ পরিবর্তন করে আল্লাহর আজাবকে আমন্ত্রণ জানানো হয়। এখানে অবস্থা পরিবর্তনের অর্থ হলো ভালো ও সৎ অবস্থা বা কর্মের পরিবর্তে মন্দ অবস্থা ও কার্যকলাপ অবলম্বন করা কিংবা আল্লাহ তায়ালার নিয়ামত আগমনের সময় যেসব মন্দ ও পাপকাজে লিপ্ত ছিল নিয়ামতপ্রাপ্তির পর তার অধিক মন্দকাজে লিপ্ত হওয়া। নিয়ামতপ্রাপ্তির পর তার জন্য শুকরিয়া আদায় করা, সচেতন দায়িত্ব পালনের দ্বারা এর মর্যাদা রক্ষা করা এবং নিজেদের মধ্যে সংশোধনীয় বিষয়গুলোর ব্যাপারে সচেতন হওয়া বাঞ্ছনীয়।
বীণা সিক্রির বাংলাদেশ প্রসঙ্গ
বীণা সিক্রি একজন বিশিষ্ট ভারতীয় কূটনীতিক ও শিক্ষাবিদ। তিনি ১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে দায়িত্ব পালনের আগে তিনি ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় ভারতের হাইকমিশনার এবং ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত হংকংয়ে ভারতের কনসাল জেনারেল ছিলেন। সিক্রি নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি দক্ষিণ এশিয়ায় জেন্ডার ক্ষমতায়নের ওপর একটি সংস্থা সাউথ এশিয়া উইমেনস নেটওয়ার্কের (সোয়ান) প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও আহ্বায়ক।
তিস্তা প্রকল্প : কোনো ইস্যু নয় জাতীয় সমস্যা
স্মরণযোগ্য, সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশটি উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করেছে। বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনকে সম্পূর্ণ অকার্যকর করে রাখা হয়েছে। এ ব্যাপারে আর সময়ক্ষেপণ না করে ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন এবং ১৯৯৭ সালের জাতিসঙ্ঘ পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার কতটুকু এগিয়েছে, সে সম্পর্কে দেশের নদী বিশেষজ্ঞরা ওয়াকিবহাল নন। সব তথ্য তাদের জানাতে হবে
সেকেন্ড রিপাবলিকে উদ্বেগে প্রথাগত রাজনীতিকরা
রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এ দলের আহ্বায়ক মো: নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রথম কাজ হবে তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা। পুরনো সংবিধান রেখে নতুন দেশ গড়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে আবেদন করবেন তারা। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করার সিদ্ধান্ত তাদের। এত দিন থার্ড ফোর্স ভাবা হলেও ক্রমেই এই সেকেন্ড রিপাবলিকের অঙ্গীকার ঘোষণাকারীরা ফার্স্ট ফোর্স হতে চলেছে
বেঞ্চ থেকে ব্যালট : কীভাবে দুর্নীতিবাজ শাসক নির্বাচনী ফলকে অবয়ব দিয়েছে
এফআইআর দায়েরের পর ছয় মাস পেরিয়ে গেছে, তবু মামলাটি এগিয়ে নিতে পুলিশ এখনো কিছুই করেনি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং অন্য তিন বিচারপতির রায় থেকে অভিযোগ এতটা স্পষ্ট যে, আর কোনো প্রমাণ বা তদন্তের প্রয়োজন নেই। তা সত্ত্বেও পুলিশ সময় ক্ষেপণ করে চলেছে। জামিন নিতে ব্যর্থ হয়ে তিনি এখন বিচার থেকে পালিয়ে আছেন। যদিও এফআইআরে তাকে ২০২৫ সালের জুলাই ও আগস্টে ছাত্রদের মৃত্যুর সাথে সরাসরি যুক্ত করা হয়নি, তবে তার বিচারিক প্রক্রিয়ার প্রতারণামূলক কারসাজি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায়ন করে, তিনটি জালিয়াতিপূর্ণ নির্বাচনের আয়োজনের মাধ্যমে বেআইনিভাবে ক্ষমতায় থাকতে সহায়তা করে। রায়টি শুধু তাদের ক্ষমতায় থাকা সহজ করেনি; বরং তারা যে নৃশংসতা করেছে তারও সুযোগ করে দেয়। বেআইনি শাসনের বিচার বিভাগীয় স্থপতিদের জবাবদিহি এবং বিচারের আওতায় আনার বিষয়টি দীর্ঘ দিনের কাক্সিক্ষত একটি বিষয়