অস্ট্রেলিয়ায় ট্রাক দুর্ঘটনায় ১৩ সেনা আহত
অস্ট্রেলিয়ায় রোববার ঝড়-বিধ্বস্ত পূর্ব উপকূলে সেনা মোতায়েনের সময় দু’টি সেনা ট্রাক উল্টে যাওয়ার ফলে মোট ১৩ জন অস্ট্রেলিয়ান সেনা আহত হয়েছেন।

অস্ট্রেলিয়ায় রোববার ঝড়-বিধ্বস্ত পূর্ব উপকূলে সেনা মোতায়েনের সময় দু’টি সেনা ট্রাক উল্টে যাওয়ার ফলে মোট ১৩ জন অস্ট্রেলিয়ান সেনা আহত হয়েছেন।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
দুর্ঘটনার তদন্ত শুরু করার পর নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘একটি গাড়ি উল্টে গিয়ে রাস্তা থেকে কয়েকবার চক্কর খেয়ে একটি ঘোড়দৌড়ের মাঠে গিয়ে পড়ে এবং দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটিকে এড়াতে গিয়ে তার পাশে চলে যায়।’ ফলে এ দুর্ঘটনা ঘটে। তবে যানবাহন দু’টি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়নি।
পুলিশ, জরুরি পরিষেবা এবং সেনারা শনিবার বন্যাপ্রবণ নিউ সাউথ ওয়েলসের লিসমোর শহরের কাছে ঘটে যাওয়া ঘটনায় দু’টি ট্রাকের ৩২ জনকে উদ্বার করেছে।
রাজ্য পুলিশ এবং ফেডারেল সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তবে তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আঘাতগুলো প্রাণঘাতী নয় বলে মনে হচ্ছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছয়জন সেনা গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রাথমিক পরিসংখ্যানে আহতের সংখ্যা ৩৬ জন বলে জানিয়েছিল।
সূত্র : এএফপি/বাসস