ইউক্রেনের ৩৩৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার সাথে তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে সৌদি আরবে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিকের সাথে ইউক্রেনের একটি প্রতিনিধি দলের দেখা করার সময় এই হামলাটি ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
11.03.25

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ১০টি অঞ্চলে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি রাশিয়ান অঞ্চলে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যা তিন বছরের মধ্যে রাশিয়ার উপর সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা বলে মনে হচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।

রাশিয়ার সাথে তিন বছরের যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে সৌদি আরবে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিকের সাথে ইউক্রেনের একটি প্রতিনিধি দলের দেখা করার সময় এই হামলাটি ঘটে।

সবচেয়ে বেশি ড্রোন ১২৬টি ইউক্রেন সীমান্তের ওপারে কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। যার কিছু অংশ কিয়েভের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ৯১টি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

তালিকাভুক্ত অন্যান্য অঞ্চলের মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোড, ব্রায়ানস্ক এবং ভোরোনেজ এবং রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত অঞ্চলগুলো, যেমন কালুগা, লিপেটস্ক, নিজনি নভগোরোড, ওরিওল এবং রিয়াজান। সূত্র : বাসস