ইউক্রেনে রুশ হামলায় নিহত কমপক্ষে ২৫

এর আগে, শুক্রবার গভীর রাতে দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করলে কমপক্ষে ১১ জন নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রুশ হামলা
হামলায় দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়ার কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। | ছবি - সংগৃহীত

রাশিয়ার সর্বশেষ হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে। খারকিভ ও ওডেসাসহ অন্যান্য অঞ্চলে বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার আক্রমণ তীব্রতর হয়েছে। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাগ্বিতণ্ডার পর কিয়েভের সাথে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।

এর আগে, শুক্রবার গভীর রাতে দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিলিয়া শহরে সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয়। কর্মকর্তারা জানান, আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করলে কমপক্ষে ১১ জন নিহত হন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘জরুরি পরিষেবা পৌঁছানোর পর উদ্ধারকারীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে আরেকটি হামলা করে রাশিয়া। এ ধরনের হামলা দেখায় যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।’

স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্র ও শনিবার এই অঞ্চলে অন্যান্য হামলায় নয়জন নিহত ও ১৩ জন আহত হন।

আঞ্চলিক প্রধান ওলেহ সিনেহুবভ জানান, শনিবার ভোরে খারকিভ অঞ্চলের বোহোদুখিভে একটি কোম্পানিতে ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনও রাশিয়ায় হামলা চালানো অব্যাহত রেখেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতারাতি ৩১টি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করেছে।

সূত্র : বিবিসি