অস্থায়ী যুদ্ধবিরতি না মানার ইঙ্গিত রাশিয়ার
ইউক্রেনের সাথে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। কারণ, এতে ইউক্রেনের লাভ। কিন্তু রাশিয়ার দীর্ঘমেয়াদে কোনো লাভ নেই।

ইউক্রেনের সাথে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ এমন ইঙ্গিত দেন।
তিনি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। এর দ্বারা আমাদের দেশের বৈধ স্বার্থগুলোর অর্জিত হবে। কিন্তু ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। আমার কাছে মনে হচ্ছে, এই পরিস্থিতিতে ভুয়া শান্তি কার্যক্রমের কোনো প্রয়োজন নেই।’
অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন এ ব্যাপারে রাশিয়ার অবস্থান বিস্তারিত জানাবেন।
সূত্র : রয়টার্স