আরব পরিকল্পনায় ৪ ইউরোপীয় দেশের সমর্থন
ইউরোপের চার প্রধান অর্থনীতির দেশ বলেছে, তারা ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে।

ইউরোপের চার প্রধান অর্থনীতির দেশ বলেছে, তারা ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে।
গতকাল (শনিবার) ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা আরব-সমর্থিত পরিকল্পনাটিকে ‘বাস্তবসম্মত’ বলে স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কথা বলা আছে।
আরব-সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩০০ কোটি ডলার। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
গাজা পুনর্গঠনে মিসরের পরিকল্পনাটি এরই মধ্যে আরব নেতারা অনুমোদন করেছেন। কায়রোতে গত মঙ্গলবার আরব লিগের সম্মেলনে মিসরের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর তিনদিন পর গতকাল জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। কিন্তু আরব-সমর্থিত পরিকল্পনাটি ইসরাইল ও আমেরিকা প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ-পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকা জোর করে খালি করার পরিকল্পনা রয়েছে তার।
ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিসরে সরিয়ে দেয়ার কথা বলা হয়েছে। গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’য় পরিণত করার বিষয়ে ট্রাম্প তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তবে ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের পাশাপাশি আরব নেতারা নাকচ করেছেন।
সূত্র : পার্সটুডে