রাশিয়ায় ড্রোন হামলা পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে প্রভাবিত করবে : কিয়েভ
ইউক্রেন মঙ্গলবার বলেছে, রাতের বেলা মস্কোতে তাদের ড্রোন হামলা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভের প্রস্তাবিত আকাশপথে যুদ্ধবিরতি মেনে নিতে প্রভাবিত করবে।

ইউক্রেন মঙ্গলবার বলেছে, রাতের বেলা মস্কোতে তাদের ড্রোন হামলা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভের প্রস্তাবিত আকাশপথে যুদ্ধবিরতি মেনে নিতে প্রভাবিত করবে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনস্থ সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেন, ‘মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো হয়েছে। এটি পুতিনের জন্য একটি বাড়তি সঙ্কেত যে তার আকাশপথে যুদ্ধবিরতিতেও আগ্রহী হওয়া উচিত।’
সূত্র : এএফপি/বাসস