ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো রাশিয়া

ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে কিছু শর্ত দিয়েছে রাশিয়া। তবে শর্তগুলো কী এবং ওসব শর্ত পূরণ হওয়ার আগে মস্কো শান্তি আলোচনায় আগ্রহী কিনা, জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছে রাশিয়া
ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছে রাশিয়া | ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে কিছু শর্ত দিয়েছে রাশিয়া। তবে শর্তগুলো কী এবং ওসব শর্ত পূরণ হওয়ার আগে মস্কো শান্তি আলোচনায় আগ্রহী কিনা, জানা যায়নি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন সপ্তাহের সরাসরি ও ভার্চুয়াল আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে রুশ ও মার্কিন কর্মকর্তারা এসব শর্ত নিয়ে কথা বলেছেন। তবে শর্তগুলো সম্পর্কে কিছু জানা যায়নি।

সূত্রটি আরো জানিয়েছে, শর্ত সম্পর্কে জানা না গেলেও তা নতুন কিছু হওয়ার নয়। অনেক আগ থেকেই রাশিয়া সেসব শর্ত ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে উত্থাপন করে আসছে। যেমন কিয়েভ ন্যাটোর সদস্যপদ না পাওয়া, ইউক্রেনে বিদেশী সেনা মোতায়েন নিষিদ্ধ করা, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও আরো চারটি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া ইত্যাদি।

রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইউক্রেন যুদ্ধের ‘মূল কারণ’ হলো ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে সমাধান করতে হবে।

সূত্র : রয়টার্স