রাষ্ট্রীয় গণমাধ্যম
মিয়ানমারে জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে
মিয়ানমারের জান্তা প্রধান বলেছেন, ২০২১ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রথম নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

মিয়ানমারের জান্তা প্রধান বলেছেন, ২০২১ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রথম নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সামরিক জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার প্রকাশিত রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, ‘আমরা ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছি।’
বেলারুশ সফরকালে শুক্রবার তিনি বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৫৩টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে তাদের তালিকা জমা দিয়েছে।’
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কোর সাথে মিনস্কে বৈঠকে জান্তা প্রধান বলেছেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা বেলারুশের পর্যবেক্ষক দলকে আমন্ত্রণ জানিয়েছি।’
সূত্র : এএফপি