স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ করল তালেবান

আফগানিস্তানের স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক নির্ধারণ করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ করল তালেবান
স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ করল তালেবান | ছবি : খামা প্রেস

আফগানিস্তানের স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক নির্ধারণ করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইস্যু করা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আগামী ২২ মার্চ আফগানিস্তানে নতুন সৌরবর্ষ শুরু হবে। সেদিন থেকে শিক্ষার্থীদেরকে নতুন পোশাক পরতে হবে। সে হিসেবে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা নীল রঙের শার্ট ও প্যান্ট পরবে। মাথায় রাখতে হবে সাদা টুপি। আর দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সাদা জামা ও প্যান্ট পরতে হবে। একইসাথে মাথায় দিতে হবে সাদা টুপি ও টারবান।

নতুন এ নির্দেশনায় মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের পোশাকের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। এছাড়া ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফপ্যান্ট উল্লেখ না করে সরাসরি প্যান্ট পরার নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : খামা প্রেস