পাকিস্তানের বেলুচিস্তানের সাথে রেল যোগাযোগ বন্ধ

পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসের উপর উগ্রবাদীদের হামলার কারণে বেলুচিস্তানের সাথে সাময়িকভাবে সকল রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের বেলুচিস্তানের সাথে রেল যোগাযোগ বন্ধ
পাকিস্তানের বেলুচিস্তানের সাথে রেল যোগাযোগ বন্ধ | ছবি : ডন

পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসের উপর উগ্রবাদীদের হামলার কারণে বেলুচিস্তানের সাথে সাময়িকভাবে সকল রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) স্থানীয় গণমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান রেলওয়ে সাময়িকভাবে পাঞ্জাব ও সিন্ধ থেকে বেলুচিস্তানগামী রেল সার্ভিস বন্ধ ঘোষণা করেছে।

পাকিস্তান রেলওয়ের চিফ এক্সিকিউটর অফিসার আমের আলী বেলুচ বলেন, বেলুচিস্তানগামী রেলগুলোর সার্ভিস আপাতত বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়ার পর পুনরায় চালু করা হবে।

তিনি আরো বলেন, আমরা নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ রাখছি। এখনো ঠিক জানি না যে রাস্তাঘাট কতটুকু নিরাপদ হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী যাত্রী, রেলওয়ে কর্মকর্তা ও অন্যদের নিরাপত্তার জন্য শুভকামনা করেছেন।

রেল কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশাসনের নির্দেশে আক্রান্ত এলাকা পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। যেন নিরাপত্তা বাহিনী সেখানে সহজে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, উগ্রবাদীরা বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের বন্দী করে। ট্রেনে হামলা চালানোর আগে রেললাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভের ওপর গুলিবর্ষণ করে, যার ফলে চালক আহত হন।

নিরাপত্তা সূত্রের মতে, নয়টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের ঠিক আগে ট্রেনটির ওপর হামলার ঘটনাটি ঘটে।