পাকিস্তানে ট্রেনে হামলা
সব যাত্রী উদ্ধার, নিহত ৩৩
রক্তক্ষয়ী সংঘর্ষে সব যাত্রীকে মুক্ত করার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। নিহত হয়েছে ৩৩ হামলাকারী।

পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী ওই ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে। এ সময় তাদের সাথে সংঘর্ষে নিহত হয়েছে ৩৩ হামলাকারী।
বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।
বুধবার (১২ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইএসপিআরের মহাপরিচালক বলেছেন, বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসের ছিনতাইয়ের ঘটনায় এক দিন আগে শুরু হওয়া ক্লিয়ারেন্স অপারেশন সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, হামলাস্থলে থাকা সকল সন্ত্রাসী, মোট ৩৩ জন নিহত হয়েছে।
এর আগে, উগ্রবাদীরা বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের ‘জিম্মি’ করে। ট্রেনে হামলা চালানোর আগে রেললাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভের ওপর গুলিবর্ষণ করে, যার ফলে চালক আহত হন।
নিরাপত্তা সূত্রের মতে, নয়টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলার শিকার হয়। আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি টানেলের ঠিক আগে ট্রেনটির ওপর হামলার ঘটনাটি ঘটে।
সূত্র : ডন