পাকিস্তানি রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা
পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে এহসান ওয়াগানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে এহসান ওয়াগানকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওয়াগান তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। এর আগে তিনি পাকিস্তানের ফরেন সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তান কনস্যুলেটের কনসাল জেনারেলও ছিলেন। সম্প্রতি অবসর যাপনের জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। তখন এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াগানের বৈধ ভিসাসহ প্রয়োজনীয় সব আইনি কাগজপত্র সাথে ছিল। তথাপি মার্কিন অভিবাসন কর্মকর্তারা তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেননি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।
সূত্র : গালফ নিউজ