আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি বিজেপির

মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়ার দাবি তুলেছে বিজেপি। এই দাবিকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে।

নয়া দিগন্ত অনলাইন
আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি বিজেপির
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। | ছবি : হিন্দুস্তান টাইমস

মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়ার দাবি তুলেছে বিজেপি। এই দাবিকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। এই আবহে আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়া নিয়ে বড় কথা বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তিনি সমাধি সরিয়ে নেয়ার পক্ষে বলেই জানিয়েছেন। তবে একইসাথে মনে করিয়ে দিয়েছেন, আওরঙ্গজেবের সমাধি হলো সুরক্ষিত জায়গা।

ফড়ণবিস বলেন, ‘সকলেই চান মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি সরানো হোক। আমরাও এটা চাই। তবে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আগের কংগ্রেস সরকার এই স্থানটিকে এএসআই-এর সুরক্ষার অধীনে রেখেছিল। তাই এটি অপসারণের জন্য আইনের পরিধির মধ্যে কাজ করা প্রয়োজন।’

সম্প্রতি, মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমির আওরঙ্গজেবের সমর্থনে দেয়া বক্তব্যের পর বিতর্ক আরো বেড়ে যায়। তার বক্তব্য নিয়ে বিধানসভায় ব্যাপক হট্টগোল পড়ে যায়। তারপরই আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তোলেন বিজেপি সংসদ সদস্য তথা ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর উদয়নরাজে ভোসলে। সেই দাবির প্রতিক্রিয়ায় একথা জানান ফড়ণবিস।

আওরঙ্গজেবের সমাধি ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত। এই নিয়ে আগেও বহুবার বিতর্ক হয়েছে। বিজেপি এবং শিবসেনা বারবার সমাধি অপসারণের দাবি জানিয়েছে। তবে সরকার বলছে যে আইনের অধীনে যথাযথ পদ্ধতি অনুসরণ করেই যেকোনো পদক্ষেপ নেয়া যেতে পারে।

আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই। তাতে মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজকে বন্দি বানানো, নির্যাতন এবং মৃত্যুদণ্ডের চিত্র তুলে ধরা হয়। তারই পরিপ্রেক্ষিতে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমি সিনেমায় আওরঙ্গজেবকে নিষ্ঠুর শাসক হিসেবে দেখানোর বিষয়টিকে উড়িয়ে দেন। তিনি তাকে একজন ভালো শাসক হিসেবেই বর্ণনা করেছিলেন। তিনি আওরঙ্গজেবের বিরুদ্ধে ধর্মান্তরিত করার অভিযোগও উড়িয়ে দিয়েছিলেন। তারপরই বিজেপি আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি জানায়। ভোসলে বলেন, আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলা উচিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস