দিল্লির হোটেলে ধর্ষণের শিকার ব্রিটিশ নারী
দিনকয়েক আগে ইসরাইলের এক নারীকে কর্ণাটকে গণধর্ষণ করেছিল তিন দুষ্কৃতী। এবার দেশের রাজধানীতে ধর্ষিত এক ব্রিটিশ নারী।

দিনকয়েক আগে ইসরাইলের এক নারীকে কর্ণাটকে গণধর্ষণ করেছিল তিন দুষ্কৃতী। এবার দেশের রাজধানীতে ধর্ষিত এক ব্রিটিশ নারী।
দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে ডেকে এক ব্রিটিশ নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর সাথে এক অভিযুক্তের আলাপ হয় ইনস্টাগ্রামে। সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। এরপরই তিনি ব্রিটেন থেকে দিল্লিত আসেন বন্ধুর সাথে দেখা করতে।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী অভিযুক্তের ‘সোশাল বন্ধু’। অন্য একজনকে গ্রেফতার করা হয়েছে শ্লীলতাহানির অভিযোগে।
পুলিশ সূত্রে খবর, ওই ব্রিটিশ নারী হোটেল থেকে সোজা থানায় আসেন। সেখানে সব কথা খুলে বলেন তিনি। ব্রিটিশ ওই নারী জানান, দিল্লিতে এসেছিলেন তিনি সোশাল বন্ধুর সাথে দেখা করতে। ফোনালাপে অভিযুক্ত ওই নারীকে জানিয়েছিলেন, তিনি কোন হোটেলে উঠেছেন। এরপর সেখানে নির্যাতিতা পৌঁছনোর পরই তার বন্ধু ও আরেকজন হোটেল রুমে ঢোকে। মঙ্গলবার তার সাথে এমন ঘটনা ঘটে।
সূত্র : ইটিভি ভারত