ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তি, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শুল্ক আরোপের হুমকির কারণে বহু দেশ যেহেতু যুক্তরাষ্ট্রের বাইরে বাজার পাওয়ার চেষ্টা জোরালো করছে সেহেতু এই চুক্তি সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে মুক্ত বানিজ্য চুক্তি, কৌশলগত সম্পর্ক বৃদ্ধি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যর লেয়েন | ছবি - সংগৃহীত

ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি বছরের শেষ নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি ও কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করতে সম্মত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দ্যর লেয়েনের মধ্যকার আলোচনা শেষে এ ঘোষণা দেয়া হয়।

ভারত ও ইইউ’র মধ্যকার আলোচনা কয়েক বছর ধরেই চলছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শুল্ক আরোপের হুমকির কারণে বহু দেশ যেহেতু যুক্তরাষ্ট্রের বাইরে বাজার পাওয়ার চেষ্টা জোরালো করছে সেহেতু এই চুক্তি সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।

লেয়েন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে নয়াদিল্লিতে আসেন।

ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা শেষে তিনি ভারতকে ‘সমমনা বন্ধু’ বলে অভিহিত করে বলেন, ‘মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য এবং এ গতিশীলতাকে আরো গতি দেয়ার জন্য আমাদের টিম তাদের কাজ সম্পাদন করবে।’

উভয়পক্ষই তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশীদারিত্ব আরো বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করে।

মোদি জানান, তারা বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ ও নিরাপত্তার মতো বিষয়গুলোর জন্য ‘সহযোগিতার নীল নকশা’ তৈরি করেছেন।

এদিকে, মোদির সাথে বৈঠকের আগে লেয়েন জানান, ইইউ ও ভারতের ‘সেই সম্ভাবনা আছে যারা এই শতকের সত্যিকার অংশীদারিত্বের’ অংশ হতে পারে এবং এখনই সময় তাদের কৌশলগত অংশীদারিত্বকে ’নতুন স্তরে’ নিয়ে যাওয়ার।

লেয়েন আরো বলেন, ‘ইইউ ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হবে। বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বড় চুক্তি হচ্ছে এ ধরনের চুক্তি। এখনই সময় আমাদের বাস্তববাদী ও উচ্চাকাঙ্ক্ষী হওয়ার। আজকের বাস্তবতার জন্য আমাদের অগ্রাধিকারগুলোকে সাজিয়ে নিতে হবে।’

এর আগে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপ সম্পর্কে তার পরিকল্পনায় ভারতের রফতানিও ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা