রাজনীতির প্রতি হতাশ, নেপালে রাজতন্ত্র ফেরাতে চায় জনতা
রোববার রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান ফটক বন্ধ করে প্রায় ১০ হাজার মানুষ সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে সংবর্ধনা জানিয়ে এমন দাবি উত্থাপন করে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনর্বহাল এবং হিন্দুধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ফিরিয়ে আনার দাবিতে হাজার হাজার মানুষ মিছিল করেছে।
রোববার রাজধানীর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান ফটক বন্ধ করে প্রায় ১০ হাজার মানুষ সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে সংবর্ধনা জানিয়ে এমন দাবি উত্থাপন করে।
এ সময় তারা স্লোগান দিতে থাকে- ‘রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন।’ ‘রাজা ফিরে আসুন, দেশকে রক্ষা করুন।’ ‘আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হোন।’ ‘আমরা রাজতন্ত্র চাই।’
দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফেরেন জ্ঞানেন্দ্র শাহ। এ সময় তাকে সংবর্ধনা জানিয়ে ওই মিছল করা হয়। বিমানবন্দরের প্রবেশ পথ বন্ধ থাকায় যাত্রীরা বিমানবন্দরে হেঁটে আসা-যাওয়া করতে বাধ্য হয়।
অবশ্য স্থানীয় দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বিমানবন্দরে প্রবেশে বাধা দেয়। তবে সেখানে কোনো ধরনের সহিংসতা ঘটেনি।
২০০৬ সালে ব্যাপক বিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্রকে তার কর্তৃত্ববাদী শাসন ত্যাগ করতে হয়। দুই বছর পর দেশটির সংসদ রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়। জ্ঞানেন্দ্র তখন রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেন।
তবে অনেক নেপালি প্রজাতন্ত্রের প্রতি হতাশ হয়ে পড়েছেন। তারা বলছেন যে এটি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যর্থ। তারা ভঙ্গুর অর্থনীতি ও ব্যাপক দুর্নীতির জন্য প্রজাতন্ত্রকেই দায়ী করছেন। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে নেপালে ১৩টি সরকার পরিবর্তন হয়েছে।
সূত্র : এপি