হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ : নেতানিয়াহু

নয়া দিগন্ত অনলাইন

নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল জানে যে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের পিছনে রয়েছেন।’

বেনিয়ামিন নেতানিয়াহু
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু | ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস স্থায়ী যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য’ বলে রোববার জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যদি ইসরাইলি পণবন্দীদের মুক্তি দিতে বিলম্ব করে তাহলে আরো পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ড করা ভাষণে নেতানিয়াহু বলেন, ‘হামাস যদি আমাদের পণবন্দীদের আটক করে রাখে তবে আমরা আরো পদক্ষেপ নেব।’

তিনি আরো বলেন, ‘ইসরাইল জানে যে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের পিছনে রয়েছেন।’

তিনি নিশ্চিত করে বলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতি ৫০ দিনের জন্য বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে ইসরাইল।

ইসরাইল জানায়, তারা উইটকফের প্রস্তাবের পর মুসলিমদের রমজান মাস ও ইহুদিদের ছুটির দিন পাসওভারের সময় গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরাইল এই পরিকল্পনা গ্রহণ করেছে। আমি এই পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু এখন পর্যন্ত, হামাস এটি প্রত্যাখ্যান করেছে।’

এর আগে, রোববার নেতানিয়াহু গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করতে তার অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেন।

ইসরাইলের অনুমান অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন পণবন্দী রয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে তাদের মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। বিনিময়ে ইসরাইলকে গাজা থেকে সম্পূর্ণরূপে সৈন্য প্রত্যাহার করতে হবে এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

গাজায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে দ্বিতীয় পর্যায়ে এগিয়ে যেতে সম্মত হয়নি ইসরাইল।

নেতানিয়াহু প্রাথমিক বিনিময় পর্বটি আরো বাড়ানোর চেষ্টা করছিলেন যাতে বিনিময়ে কিছু না দিয়ে বা চুক্তির সামরিক ও মানবিক বাধ্যবাধকতা পূরণ না করে যতটা সম্ভব ইসরাইলি পণবন্দীদের মুক্তি নিশ্চিত করা যায়।

হামাস এই শর্তে অগ্রসর হতে অস্বীকৃতি জানায়। তারা ইসরাইলের যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলা এবং অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু করার ওপর জোর দেয়। এর মধ্যে রয়েছে গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি বাহিনীর প্রত্যাহার ও যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি