ইসরাইলকে আরো ৩০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা
ইসরাইলের কাছে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন।

ইসরাইলের কাছে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন।
গাজায় ইসরাইলের সাথে যুদ্ধবিরতি নিয়ে যখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, তখন মার্কিন সরকার এসব অস্ত্র বিক্রির অনুমোদন দিলো। ৩০০ কোটি ডলার মূল্যে ইসরাইলকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হবে, তার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, বোমা, বুলডোজার ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। এর আগে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের ওপর ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরাইল।
আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বা ডিএসসিএ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২০৪ কোটি ডলারের বোমা, ৬৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য গাইডেড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং ২৯ কোটি ৫০ লাখ ডলার মূল্যের বুলডোজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন।
ডিএসসিএ আরো বলেছে, ইসরাইলের নিরাপত্তার জন্য আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। একটি শক্তিশালী ও আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে ইসরাইলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।
এর আগে গত মাসের শুরুর দিকে ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলার মূল্যের বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল ওয়াশিংটন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর ইসরাইল গাজায় নির্বিচার আগ্রাসন চালিয়ে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার।
সূত্র : পার্সটুডে