ন্যাটো সামরিক মহড়ায় ইসরাইলের অংশগ্রহণে বাধা তুরস্কের

পশ্চিমা সামরিক জোট ন্যাটের বার্ষিক মহড়ায় ইসরাইলের অংশগ্রহণে বাধা দিয়েছে তুরস্ক। ন্যাটো ও তেল আবিবের মধ্যে সহযোগিতা রোধের উদ্দেশ্যে এমন পদক্ষেপ দিয়েছে দেশটি।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাটো সামরিক মহড়ায় ইসরাইলের অংশগ্রহণে বাধা তুরস্কের
ন্যাটো সামরিক মহড়ায় ইসরাইলের অংশগ্রহণে বাধা তুরস্কের | ছবি : মিডল ইস্ট মনিটর

পশ্চিমা সামরিক জোট ন্যাটের বার্ষিক মহড়ায় ইসরাইলের অংশগ্রহণে বাধা দিয়েছে তুরস্ক। ন্যাটো ও তেল আবিবের মধ্যে সহযোগিতা রোধের উদ্দেশ্যে এমন পদক্ষেপ দিয়েছে দেশটি।

রোববার (১০ মার্চ) ইসরাইলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলের অগ্রগতি, যুদ্ধ প্রস্তুতি ও জরুরি প্রস্তুতি রোধের উদ্দেশ্যে ন্যাটোর বার্ষিক মহড়ায় অংশ নিতে বাধা দিয়েছে তুরস্ক।

উল্লেখ্য, তুরস্ক তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ইসরাইলকে মহড়ায় অংশ নিতে বাধা দিয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর