ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে ইসরাইল : জাতিসঙ্ঘ

গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় তারা নারী স্বাস্থ্যসেবাগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা
ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে ইসরাইল : জাতিসঙ্ঘ | ছবি : জেরুসালেম পোস্ট

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রকাশিত জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা বিনষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করছে ইসরাইল। এরই ধারাবাহিকতায় তারা নারী স্বাস্থ্যসেবাগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এছাড়া যৌন সহিংসতাকেও তারা যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করেছে।

জাতিসঙ্ঘ প্রতিবেদনে আরো বলা হয়েছে, জন্মনিয়ন্ত্রণের লক্ষ্যে ইসরাইলিরা নানা বিধি-নিষেধও আরোপ করেছে। এছাড়া তারা চিকিৎসা সরবরাহ সীমিত করে দেয়ার কারণেও মাতৃমৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া জনসাধারণের সামনে নারীদের বিবস্ত্র করা ও যৌন নির্যাতন করার মতো অমানবিক ঘটনাগুলোও সংঘটিত হয়েছে।

সূত্রটি জানিয়েছে, তাদের এই পদক্ষেপগুলো রোম সংবিধি ও গণহত্যা কনভেনশনে গণহত্যার অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত। তাই এসবের অবসান ঘটানো উচিৎ।

উল্লেখ্য, পূর্ব জেরুজালেম ও ইসরায়েলসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল সম্পর্কিত জাতিসঙ্ঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এই প্রতিবেদন তৈরি করেছে। তবে তাদের এই অভিযোগকে ইসরাইল অস্বীকার করেছে।

সূত্র : জেরুসালেম পোস্ট