গাজার ধ্বংসস্তুপ থেকে আরো ২৩ লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৪৮৩৮৮
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার মাধ্যমে ইসরাইলের গণহত্যা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ইসরাইল গত ১৫ মাসে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং একে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরো ২৩টি লাশ উদ্ধার করেছে ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার (১ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ইসরাইলের আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ১১ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানায়, ‘উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার মাধ্যমে ইসরাইলের গণহত্যা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ইসরাইল গত ১৫ মাসে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে এবং একে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি