গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে নতুন উদ্যোগ ইসরাইলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে তৃতীয় কোনো দেশের পুনর্বাসনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের আমরা একটি অভিবাসন অধিদফতর প্রতিষ্ঠা করব। আমরা মার্কিন প্রশাসনের সাথে সমন্বয় করে ওই পদক্ষেপ বাস্তবায়ন করব।

গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসরাইল। রোববার (৯ মার্চ) দেশটির অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নেসেটে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে তৃতীয় কোনো দেশের পুনর্বাসনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের আমরা একটি অভিবাসন অধিদফতর প্রতিষ্ঠা করব। আমরা মার্কিন প্রশাসনের সাথে সমন্বয় করে ওই পদক্ষেপ বাস্তবায়ন করব।
স্মোট্রিচ বলেন, এই অধিদফতর ‘ইসরায়েলের ভূমি’ নামে ফিলিস্তিনি অঞ্চলে অবৈধ বসতি স্থাপনের জন্য কাজ করবে।
তিনি আরো বলেন, আমরা একটি অভিবাসন অধিদফতর প্রতিষ্ঠা করছি। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে আমরা এই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাজেটের জন্য কাজ থেমে থাকবে না।’
সূত্র : মিডল ইস্ট মনিটর