মানবাধিকার সংস্থা

সিরিয়ায় দুই দিনে সাড়ে সাত শ’ মানুষ নিহত

সিরিয়ায় শুক্রবার ও শনিবার নিরাপত্তা কর্মীদের হাতে ৩০টি গণহত্যার ঘটনায় আলাউইত গোষ্ঠীর অন্তত ৭৪৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

নয়া দিগন্ত অনলাইন
Untitled-1
সিরিয়ায় দুই দিনে সাড়ে সাত শ’ মানুষ নিহত | সংগৃহীত

সিরিয়ায় শুক্রবার ও শনিবার নিরাপত্তা কর্মীদের হাতে ৩০টি গণহত্যার ঘটনায় আলাউইত গোষ্ঠীর অন্তত ৭৪৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

তারা জানিয়েছে, দেশটির পশ্চিম উপকূলের এই গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে নিরাপত্তা কর্মীরা ওই হত্যাযজ্ঞ চালিয়েছে।

এদিকে আলাউইত গোষ্ঠীর শত শত মানুষ নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হওয়ার পর শান্তির জন্য আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারাহ।

গত কয়েক দিনে বেসামরিক মানুষ ছাড়াও নতুন ইসলাপন্থী সরকারের ১২৫ জন যোদ্ধা আর আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে। সবমিলিয়ে গত কয়েক দিনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

গত রোববার থেকে নতুন সরকারপন্থী ও সাবেক প্রেসিডেন্ট আসাদপন্থীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে দুই পক্ষে বেশ কয়েকদফা সংঘর্ষ ঘটেছে।

সূত্র : বিবিসি