পশ্চিমতীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’ : জাতিসঙ্ঘ

জাতিসঙ্ঘ সতর্ক করে দিয়ে বলছে, সাহায্যের প্রবাহ অতিদ্রুত পুনরায় শুরু না হলে গাজায় ‘ইতোমধ্যেই বিদ্যমান বিপর্যয়কর’ পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।

অধিকৃত পশ্চিমতীর
পশ্চিমতীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’ : জাতিসঙ্ঘ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। বৈশ্বিক এ সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে সর্তক করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অংশীদাররা আমাদের বলছেন, তারা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে বাস্তুচ্যুতি থেকে শুরু করে বাড়িঘর ও রাস্তাঘাট পর্যন্ত ধ্বংস হতে দেখছেন।’

তিনি জানান, জাতিসঙ্ঘ আন্তর্জাতিক আইনকে সর্বদা সম্মান করতে ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে জোর দেয়।

গাজা উপত্যকা সম্পর্কে ডুজারিক বলেন, জাতিসঙ্ঘ সতর্ক করে দিয়ে বলছে, সাহায্যের প্রবাহ অতিদ্রুত পুনরায় শুরু না হলে সেখানে ‘ইতোমধ্যেই বিদ্যমান বিপর্যয়কর’ পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমতীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় সাত হাজার আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালত জুলাই মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘস্থায়ী দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়।

সূত্র : আনাদোলু এজেন্সি