গাজায় যুদ্ধবিরতি বাড়াতে সম্মত ইসরাইল

মুসলমানদের রমজান মাস এবং ইহুদিদের ‘পাসওভার পিরিয়ড’ বা পেসাখকে সামনে রেখে গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িকভাবে আরো ছয় সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের সরকার।
শনিবার মধ্যরাতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়।
ইহুদি ধর্ম অনুসারে মিসরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি উদযাপনের সময়কে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয়, তাকে পাসওভার বা পেসাখ বলা হয়। হিব্রু ভাষায়, পেসাখ ইহুদি ক্যালেন্ডারের প্রথম মাস নিসানের ১৫তম দিনে শুরু হয়।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনো বন্দী থাকা জীবিত ও মৃত ইসরাইলি নাগরিকের অর্ধেককে প্রথম দিনে মুক্তি দেয়া হবে।
‘স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে’ বাকি বন্দীদের মুক্তি দেয়া হবে।
ইসরাইলের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে হামাস এখনো প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।
সূত্র : বিবিসি