অবৈধ ইটভাটায় অভিযান

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা, আহত ৩

ময়মনসিংহের গৌরীপু‌রে ‘একতা ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা, আহত ৩
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা | ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপু‌রে ‘একতা ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপু‌রে উপ‌জেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।

হামলায় আহতরা হ‌লেন ট্রাকের চালক ত্রিশাল উপজেলার আলী হোসেনের ছেলে মো: হযরত আলী (২০), হেলপার জামাল উদ্দিনের ছেলে মাহফুজ (১৮) ও লোবার স্টাফ ফুলপুর উপজেলার ইমাম হোসেনের ছেলে রাফিউল ইসলাম (২০)। এ সময় অভিযা‌নে ব‌্যবহৃত এক্সেভেটর ও বহনকারী ট্রাক ভাঙচুর করা হয়।

আদালতের সাথে থাকা সদস্যরা জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে ভাটার মালিক পক্ষের লোকজন প্রশাসনের সাথে থাকা তিনজনকে মারধর করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের টিমের সামনে এক্সেভেটর বহনকারী ট্রাকটি ইটভাটার সামনে এলে শ্রমিকরা অর্তকিতভাবে হামলা চালায়। এতে তিনজন আহত হন। এ ঘটনায় পরিবেশ অধিদফতর নিয়মিত মামলা করবে। এছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।

ট্রাকচালক মো: হজরত আলী জানান, আমরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে ছিলাম। ইটভাটার ভেতরে যাইনি। গৌরীপুর-কলতাপাড়া সড়কের নিচের দিক থেকে গাড়ি ঘুরাচ্ছিলাম। সেখানেই ৩০ থেক ৪০ জন গিয়ে হামলা করে।

রাফিউল ইসলাম জানান, হামলাকারীরা গাড়ির সব কাচ ভেঙ্গে ফেলেছে। সামনের অংশও ভেঙ্গেছে। লাঠি-সোটা নিয়ে আমাকে মারধর করায় পা নিয়ে দাঁড়াতে পারছি না।

একতা ইটভাটার মালিক আব্দুল মোনায়েম জানান, আমাদেরকে এর আগেও ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ির ভাঙচুরের সাথে আমাদের ইটভাটার কেউ জড়িত নয়। তারপরও গাড়ির ভাঙচুরে ক্ষতিপূরণ ও যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেব।