যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলা ইসরাইলের
ইসরাইলি সেনাবাহিনী আজ উম্মে আল-নাসর এলাকার একটি বেদুইন গ্রামে হামলা চালিয়েছে। এ সময় গুলি ছোড়ার প্রচণ্ড আওয়াজ পাওয়া যায়।

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় জোরদার হামলা করেছে ইসরাইল। সোমবার (১১ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের এক প্রতিনিধি আক্রান্ত এলাকা থেকে জানিয়েছেন, ইসরাইলি সেনাবাহিনী আজ উম্মে আল-নাসর এলাকার একটি বেদুইন গ্রামে হামলা চালিয়েছে। এ সময় গুলি ছোড়ার প্রচণ্ড আওয়াজ পাওয়া যায়।
এদিকে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার মধ্য দিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।
সূত্র : আল জাজিরা, আনাদোলু এজেন্সি