গাজায় যুদ্ধবিরতি : দ্বিতীয় পর্যায়ের অগ্রগতি কতটুকু
ইসরাইল ও হামাসের মাঝে যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দ্বিতীয় পর্যায়ের কোনো অগ্রগতি নেই।
ইসরাইল ও হামাসের মাঝে যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দ্বিতীয় পর্যায়ের কোনো অগ্রগতি নেই।
শনিবার (১ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে মিসরে আলোচনায় বসে উভয় পক্ষের প্রতিনিধি দল। কিন্তু সেখানে কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয়েছিল গাজা যুদ্ধ। এরপর থেকে ধারাবাহিকভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যায় ইসরাইল। দীর্ঘ দুই বছরের এই যুদ্ধে ৪৮ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ১১ হাজার ৭৮০ জন। এছাড়া ১১ হাজার জন এখনো নিখোঁচ রয়েছে।
সূত্র : আল জাজিরা