ইসরাইল সরকারের প্রতি আনসারুল্লাহর আলটিমেটামকে স্বাগত জানালো হামাস

গাজা উপত্যকার জন্য মানবিক সাহায্যের ওপর অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরাইলের দখলদার সরকারের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের চার দিনের আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইসরাইল সরকারের প্রতি আনসারুল্লাহর আলটিমেটামকে স্বাগত জানালো হামাস
ইসরাইল সরকারের প্রতি আনসারুল্লাহর আলটিমেটামকে স্বাগত জানালো হামাস | ছবি : পার্সটুডে

গাজা উপত্যকার জন্য মানবিক সাহায্যের ওপর অবরোধ প্রত্যাহারের দাবিতে ইসরাইলের দখলদার সরকারের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের চার দিনের আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার আনসারুল্লাহ আন্দোলন এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরাইল সরকার যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হলে এবং গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর ওপর বাধা অব্যাহত রাখলে ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে আবার অভিযান শুরু করা হবে।

আনসারুল্লাহর এই ঘোষণাকে সংহতি হিসেবে প্রশংসা করেছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সাহসী সিদ্ধান্ত আনসারুল্লাহর ভাইদের এবং ফিলিস্তিন ও জেরুজালেমের সাথে ভ্রাতৃপ্রতীম ইয়েমেনি জনগণের গভীর বন্ধনের কথাই তুলে ধরে। গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরাইল যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে ইয়েমেনিদের দেয়া সমর্থনের সম্প্রসারিত রূপ হচ্ছে আনসারুল্লাহ আন্দোলনের এই ঘোষণা।’

গতকাল ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হাউছি চার দিনের আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছেন যে যদি ইসরাইল যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করতে এবং ত্রাণ সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হয়, তাহলে আনসারুল্লাহ যোদ্ধারা ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত সামুদ্রিক যানবাহনের বিরুদ্ধে আবারো অভিযান শুরু করবে।

সূত্র : পার্সটুডে