লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নিহত, দাবি ইসরাইলের
লেবাননের সরকারি বার্তাসংস্থা নিশ্চিত করেছে, ইসরাইলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন।

লেবাননের পূর্বাঞ্চল হারমেলে বৃহস্পতিবার বিমান হামলায় হিজবুল্লাহ নেতা মোহাম্মদ মাহদি আলী শাহীনকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, ‘হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ নেতা শাহিন ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে সিরিয়া-লেবানন সীমান্তে অস্ত্র সংগ্রহ কার্যক্রম তদারকির সাথে জড়িত ছিলেন।’
এছাড়াও বেকা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানায় তারা।
এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে লেবাননের সরকারি বার্তাসংস্থা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ইসরাইলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। বার্তাসংস্থাটি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি