সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কারফিউ ঘোষণা অন্তর্বর্তী সরকারের
সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণ-সমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে।

সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেড়ে চলা সরকারি সহিংসতার প্রতিবাদে গণ-সমাবেশ অনুষ্ঠানের পর দেশটির সরকার বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী তারতুস এবং সমগ্র হোমস প্রদেশে কারফিউ জারি করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত লাতাকিয়ায়ও কারফিউ ঘোষণা করা হয়েছে।
আলাভি এবং শিয়াদের ব্যাপক বিক্ষোভের পর কারফিউ জারি করা হলো। তারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের পুনর্গঠনের চেয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দেয়ার অভিযোগ করেছে।
সূত্র : আরব নিউজ ও অন্যান্য