রিয়াদে সৌদি যুবরাজ ও লেবাননের প্রেসিডেন্টের বৈঠক

রিয়াদে সৌদি যুবরাজ ও লেবাননের প্রেসিডেন্টের বৈঠক
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান | ছবি - সংগৃহীত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর হিসেবে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। এ সময় তাকে অভ্যর্থনা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সেখানে তারা একটি বৈঠক করেন। বৈঠকে লেবানন ও অঞ্চলের সর্বশেষ উন্নয়ন, দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় সৌদি ও লেবাননের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেবাননের রাষ্ট্রপ্রধান হিসেবে আউনের প্রথম সফরের জন্য রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, আউন বলেছিলেন, তার সৌদি আরব সফর দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা পুনর্ব্যক্ত করার একটি সুযোগ।

তিনি লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও এর প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা সমর্থনে রাজ্যের ভূমিকার পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন ধরণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার আরব শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদলের কায়রো যাওয়ার কথা রয়েছে।

লেবাননের সাবেক সেনাপ্রধান আউন জানুয়ারিতে দেশটির ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ফলে দেশটিতে দুই বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার শূন্যতার অবসান ঘটে।

লেবাননের জনগণ আশা করছে, নতুন প্রেসিডেন্ট দেশের অর্থনৈতিক সংকট ও ইসরাইলের সাথে হিজবুল্লাহর ১৪ মাসের যুদ্ধের ভয়াবহ পরিণতি মোকাবেলা করতে পারবেন। যুদ্ধে লেবাননের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চার হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

সূত্র : আরব নিউজ